বাউফল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন
বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ আনিসুর রহমান বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।বাউফল উপজেলা পরিষদে দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সাবেক ছাত্রনেতা মোঃ আনিসুর রহমান ভাইস চেয়ারম্যান পদে (উড়োজাহাজ) প্রতীক নিয়ে-৫০৫০৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ রাহাত জামশেদ (তালা প্রতীক) নিয়ে ৩৭৭১৪ ভোট পেয়েছেন। –
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ কামাল হোসেন। তিনি বলেন বাউফল উপজেলাবাসী তাদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করতে ভুল করেননি।
আপনার মতামত লিখুন
Array