যোগদান করেননি আলোচিত নার্স শিক্ষক হাসিনা তাজমিন
ঝালকাঠি নার্সিং কলেজের আলোচিত নার্স শিক্ষক হাসিনা তাজমিন গত নভেম্বর ২০২৩ থেকে ঝালকাঠি নার্সিং কলেজের শিক্ষার্থীদের ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্নরকম মিথ্যা বানোয়াট এবং গুজব রটিয়েছেন। তার স্বার্থ উদ্ধার করার জন্য তিনি আরো কিছু নার্স শিক্ষককে তার দলে নেন। এ সকল শিক্ষক বিভিন্ন অনিয়মের সাথে জড়িত। তাদের নিয়ে একটা শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেন নার্স শিক্ষক হাসিনা তাজমিন। সর্বশেষ গত মাস থেকে কলেজে সাংবাদিক এনে বিভিন্ন রকম মিথ্যা তথ্য দিয়ে স্থানীয় বিভিন্ন পত্রিকায় নিউজ করান। সেখানে ছাত্রীদের নামে বলা হয়েছে ছাত্রীরা এই কলেজে যৌন হয়রানীর স্বীকার হচ্ছেন। ছাত্রীরা সংবাদকর্মীর কাছে প্রতিবাদ করে বলেছেন এরকম কোন কাজ হয়নি। আমাদেরকে হেয়প্রতিপন্ন করার জন্য এই কাজ করছেন আমাদের হাসিনা ম্যাম।কলেজের সুনাম ক্ষুন্ন করার জন্য তিনি বিভিন্ন রকম অশ্লীল কুরুচিপুর্ন কথা ছড়ান বিভিন্ন সোসাল মিডিয়ায়। হাসিনা তাজমিন বিভিন্ন অনিয়ম করে নিজের সিন্ডিকেটের মাধ্যমে নিজের অবস্থান মজবুত করে কলেজটিকে নিজের আয়ত্ত্বে রেখে ইচ্ছেমত পরিচালনা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। হাসিনা তাজমিন অত্যাচারের খবর দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ পায়। গত ২০.০৩.২০২৪ ইং তারিখ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ঝালকাঠি নার্সিং কলেজের আলোচিত নার্স শিক্ষক হাসিনা তাজমিন এর বদলীর আদেশ হয় নার্সিং ও মিডওয়াইফারি কলেজ,জামালপুর এ। এই আদেশে তিন কর্ম দিবসের মধ্যে যোগদান করতে বলা হয়। যদি তিন কর্মদিবসের মধ্যে যোগদান না করেন তাহলে চার (৪) কর্ম দিবসের দিন (স্টান্ড রিলিজ) সরাসরি অব্যহতি বলিয়া গন্য হবে। ২০.০৩.২০২৪ ইং তারিখ আদেশ জারি হওয়ার ২৪.০৩.২০২৪ তিন কর্মদিবস অতিবাহিত হলেও অদ্যবদি (২৮.০৩.২৪) বদলিকৃত স্থানে যোগদান করেননি। আজ তার কাছে জানতে চাওয়া হয় আপনি সরকারি আদেশ অমান্য করছেন কোন ক্ষমতা বলে
তিনি বলেন আমি উর্ধ্ধতন কর্তৃপক্ষের কাছে তদন্তের কথা বলে যোগদান করিনি। তদন্ত শেষ হলে যোগদান করব।
তবে বদলি ঠেকাতে তিনিসহ মরিয়া হয়ে দৌড়ঝাঁপ করছেন কিছু ব্যক্তি।
তার মধ্যে অন্যতম হল নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স সজল মৃধা, প্রকাশ থাকে যে সজল মৃধা হল ঝালকাঠি নার্সিং কলেজের নার্স শিক্ষক সুশান্ত ভাই। তার ক্ষমতার দাপটে হাসিনা তাজমিন নিয়মের কোন তোয়াক্কা করেনা। সরকারি আদেশ অমান্য করার সাহস পাচ্ছে।
আপনার মতামত লিখুন
Array