ভ্রাম্যমাণ বিকাশ ব্যবসায়িকে হত্যার ঘটনায় গ্রেফতার – ১
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে বিকাশ ব্যবসায়ি আউয়াল ইসলাম (২৬)কে গলা কেটে হত্যার ঘটনায় শ্রী নীল বাবু চন্দ্র দাস(২৩) কে গ্রেফতার সহ হত্যায় ব্যবহৃত অস্ত্র ও আলামত জব্দ করেছে পুলিশ।
বুধবার (২০ মার্চ) বেলা ১২ ঘটিকার দিকে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন নিজ কার্যালয়ে প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান।
এর আগে মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০ ঘটিকায় গাজীপুরের বাসন উপজেলার সাদুর বাজার এলাকা থেকে শ্রী নীল বাবু চন্দ্র দাস কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি শ্রী নীল বাবু চন্দ্র দাস (২৩) সুন্দরগঞ্জ উপজেলার দারগার খামার মাঝিপাড়া এলাকার শ্রী নিপেন চন্দ্র দাসের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, সুন্দরগঞ্জ থানার একটি টিম অভিযান পরিচালনা করে আউয়াল ইসলাম হত্যা ঘটনার সাথে জড়িত আসামি শ্রী নীল বাবু চন্দ্র দাসকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে।
আউয়াল ইসলাম (২৬) একজন ভ্রাম্যমাণ বিকাশ ব্যবসায়ী ছিলেন। তিনি অনলাইন জুয়াড়িদের টাকাও লেনদেন করতেন। গ্রেপ্তার শ্রী নীল বাবু চন্দ্র দাস ছিলেন একজন অনলাইন জুয়াড়ি।
কামাল হোসেন বলেন, গত ১৩ মার্চ সন্ধ্যায় ব্যাপারী পাড়ার মোড়ে লিটনের চায়ের দোকানে ক্রিকেট খেলা দেখতে থাকে আউয়াল ও শ্রী নীল বাবুসহ আরও অনেকে। এক পর্যায়ে জুয়ায় টাকাও ধরতে থাকে। পরে রাত পৌনে ১০টার দিকে আউয়াল বাড়ি ফেরার পথে তাকে রাস্তায় থামায় ইসমাইল ও শ্রী নীল বাবু চন্দ্র দাস। টাকা দেওয়ার কথা বলে আউয়ালকে পাশের মানস নদীর ধারে ভূট্টা ও ধানের জমির মাঝখানে নিয়ে যায়। সেখানে ইসমাইল তার কোমড়ে থাকা দা বের করে আউয়ালের ঘাড়ে আঘাত করলে আউয়াল মাটিতে পড়ে যায়। এ সময় শ্রী নীল বাবু চন্দ্র দাস আউয়ালের পা চেপে ধরে। পরে ইসমাইল তার নিকট থাকা ধারালো দা দিয়ে আউয়ালের গলার উপর্যুপরি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে।
পুলিশ সুপার বলেন, ইসমাইল আউয়ালের পকেট থেকে কিছু টাকা নিয়ে সেখান থেকে ৩৫০০ টাকা শ্রী নীল বাবু চন্দ্র দাস কে দেয়।
এ ঘটনায় গত (১৪ মার্চ) নিহত আউয়ালের বাবা হাফিজুর রহমান সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় শ্রী নীল বাবু চন্দ্র দাস কে গ্রেফতার করা হয়। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন ।
আপনার মতামত লিখুন
Array