পটুয়াখালীর রাঙ্গাবালীতে নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে রূপালী ব্যাংক বাহেরচর শাখা
রূপালী ব্যাংক পিএলসি-এর পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ১৬/০১/১৯৭৮ ইং তারিখে কার্যক্রম শুরু করা “বাহেরচর শাখা” দীর্ঘদিন পর জরাজীর্ণ ভবন ছেড়ে সকল আধুনিক সুযোগ সুবিধা নিয়ে খান মঞ্জিলের ২য় তলায় ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে।
আজ শাখাটির নতুন ভবনে যাত্রা শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রূপালী ব্যাংক পিএলসি, বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক জনাব রোকনুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোঃ কুদ্দুস মিয়া এবং ০১ নং রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুজ্জামান মামুন। সভাপতিত্ব করেন উপ-মহাব্যবস্থাপক ও পটুয়াখালীর জোনাল ম্যানেজার মোঃ মনজুর হোসেন।
শাখা ভবন উদ্বোধনের পরপরই পটুয়াখালী জোনের সকল শাখা ব্যবস্থাপকদের নিয়ে ব্যবসায়িক সম্মেলন করেন বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক জনাব রোকনুজ্জামান। উক্ত সম্মেলনে ২০২৩ সালের অর্জন, ২০২৪ সালের ব্যবসায়িক পরিকল্পনা, গ্রাহক সেবার মানোন্নয়ন, দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সিএমএসএমই ঋন এবং কৃষি খাতে বিপ্লবের লক্ষ্যে প্রকৃত কৃষকদের কৃষি ঋন বিতরনের জন্য জোর তাগিদ দেন।
আপনার মতামত লিখুন
Array