কাউখালীতে মহিলা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সংগঠনিক জেলা শাখার সপ্তম সম্মেলন শনিবার (৯ই মার্চ) সকালে পিরোজপুরের কাউখালী উপজেলা মুজিব শতবর্ষ মঞ্চে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভানেত্রী সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগঠন উপ পরিষদ সম্পাদক উম্মে সালমা বেগম, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ রিনা আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, অ্যাডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, এডভোকেট হীরালাল কুন্ডু, কেন্দ্রীয় কমিটির সদস্য মিরা চৌধুরী, পুষ্প চক্রবর্তী, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন নারী নেত্রী প্রভাষক কুমকুম ভট্টাচার্য।এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠন করা হয়। এতে সুনন্দা সমাদ্দারকে সভাপতি, সাহিদা হককে সাধারণ সম্পাদক ও ছায়া সমাদ্দারকে সংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
আপনার মতামত লিখুন
Array