পিরোজপুর ভান্ডারিয়ায় চেক জালিয়াতি মামলায় আটক এক
পিরোজপুরের ভান্ডারিয়া চেক জালিয়াতি মামলায় শুভেচ্ছা বেকারি এর স্বত্বাধিকারী জামিরতলা নিবাসী মিজানুর রহমান (৪৪) নামে এক ব্যক্তিকে সকাল ১১ ঘটিকায় আদালতে নির্দেশ অনুযায়ী আটক করে ভান্ডারিয়া থানা পুলিশ।
ব্যাংক সূত্রে জানা যায় মিজানুর রহমান ১৫-১১-১০১৬ইং সালে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ভান্ডারিয়া শাখা হিসাব নং এ,সি১০৭১০২০০০২০৭১ হতে একটি বাই মোয়াজ্জেল বিনিয়োগ গ্রহন করেন। পরবর্তীতে উক্ত বিনিওয়েগের টাকা পরিশোধ না করিলে আল আরাফা ইসলামী ব্যাংক শুভেচ্ছা ফুড প্রডাক্ট এর স্বত্বাধিকারী মিজানুর রহমানের বিরুদ্ধে এন,আই,এক্টের ১৩৮ ধারায় ২০১৯ সালে পিরোজপুর যুগ্ম দায়রাজজ আদালতে মামলা করেন। মামলা নং সি,আর,১৪০/১৯। পরবর্তীতে দীর্ঘ শুনানি শেষে ১০-০১-২০২৩ তারিখ পিরোজপুর যুগ্ম দায়রাজজ নাহিদা নাসরিন ১৯,২৮৩০১ (উনিশ লক্ষ আটাশ হাজার তিনশত এক টাকা) ও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।আদালতের নিগল নোটিশ দেওয়ার পরেও মিজানুর রহমান আদালতে হাজির না হলে মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেন যুগ্ম দায়রা জজ আদালত পিরোজপুর।গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে আজ( ৬ মার্চ) বুধবার সকালে তাকে ভান্ডারিয়া থানা পুলিশ জামির তলা থেকে আটক করেন মিজানুর রহমানকে।
আপনার মতামত লিখুন
Array