পিরোজপুরে সড়ক দুর্ঘটনা আহত -২
পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট সড়কের মোল্লাবাড়ি ,শংকর পাশা নামক স্থানে নামক স্থানে সোমবার সন্ধ্যা ০৫:৩০ মিনিট সময় ফাল্গুনী পরিবহন একটি পিকাপ ঢাকা মেট্রো ন- ১২-১১৩১ মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনায় পিকাপ গাড়ির ড্রাইভার কাইউম হাওলাদার (১৮) পিতা মোঃ আঃ জলিল হাওলাদার, ও হেলপার মোঃ রাব্বি হাওলাদার (১৯) পিতা মোঃ কবির হাওলাদার উভয়ের স্থায়ী ঠিকানা গ্রামঃ ধানীসাপা, ডাকঘরঃ ধানিসাফা, থানাঃ মঠবাড়িয়া,জেলাঃ পিরোজপুর উভয়ের গাড়ির বানেট ও স্টেয়ারিং সাথে চাপা লেগে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকে প্রত্যক্ষদশিরা ৯৯৯ এ ফোন করলে, সংবাদ পেয়ে পিরোজপুর সদর ফায়ার স্টেশন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আধুনিক কাটার ও যন্ত্রপাতি ব্যবহার করে মুমূর্ষু আটাকেপড়া লোকদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। পিরোজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সদস্য রাসেল আহমেদ এর টিম দক্ষতার সাথে কাজটি করতে সম্পন হয় এব্যাপারে ফায়ার সার্ভিসের সদস্য রাসেল আহমেদ বলেন আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং আমরা আধুনিক যন্ত্রপাতি দিয়ে গাড়ি র বানেট এবং স্টিয়ারিং কেটে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।
আপনার মতামত লিখুন
Array