পূর্ব শত্রুতার জেড়ে পিরোজপুরের রানীপুর বাজারে দুটি মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ
পিরোজপুরের রানীপুর বাজারে দুটি মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে পৌরসভার ৯নং ওয়ার্ডের রানীপুর বাজার এলাকায় পূর্বশত্রুতার জেড় ধরে এ ঘটনা ঘটেছে বলে জানান শারিকতলা ইউনিয়নের চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি।
শারিকতলা ইউনিয়নের চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি জানান, পূর্ব শত্রুতার জেড় ধরে রানীপুর বাজারে শারিকতলা ইউনিয়নের নূর নবী জুয়েল ও তার সাথে থাকা আরো এক জন মোট দুটি মোটরসাইকেল ভাংচুর করে এবং তাদের উপরে হামলা চালানো চেষ্টা করা হয়। আলোচিত লালন ফরিক হত্যাকান্ডের প্রধান আসামী বাবু সেখ এলাকায় আদিপত্য বিস্তার করার জন্য প্রায়ই হামলা ভাংচুড় এর ঘটনা ঘটায়। লালন ফরিক এর ভাই হওয়ায় নূর নবী জুয়েল ফকির এর উপরে হামলা চালায় বাবু সেখ ওরফে মদ বাবু। বাবু সেখ উত্তর শারিকতলা এলাকার আ: রশিদ সেখ এর ছেলে। বাবু সেখ এর নামে মাদকের একাধিক মামলা সহ হত্যা মামলা রয়েছে।
এ বিষয়ে বাবু সেখ কে তার মুঠোফেনে একাধীক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুলফিকার আলী জানান, এখনো এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন
Array