টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরনে এনপিএস ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা কমিটির উদ্যোগে কুরয়ান খতম ও শ্রদ্ধা নিবেদন
আজ ১৮-০২-২০২৪ ইং রোজ রবিবার, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস) ন্যাশনাল প্রেস সোসাইটি ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা কমিটির সদস্য বৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে আত্মার মাগফিরাত কামনায় কোরআন এর পাখিদের নিয়ে কোরআন খতম করেন ও আল্লাহর কাছে দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন, জনাব এস এম ইসহাক উপদেষ্টা NPS ফরিদপুর জেলা কমিটি জনাব হাফেজ শাহ্ মোঃ শহিদুল্লাহ উপদেষ্টা NPS ফরিদপুর জেলা কমিটি হোসেন খাঁন এনায়েত উপদেষ্টা NPS ফরিদপুর জেলা কমিটি সাংবাদিক ফয়সাল আহমেদ সভাপতি NPS ফরিদপুর জেলা কমিটি জাকির হোসেন আরজু যুগ্ন সাধারণত সম্পাদক NPS ফরিদপুর জেলা কমিটি সোহেল পরমানিক শিক্ষা বিষয়ক সম্পাদক NPS ফরিদপুর জেলা কমিটি মোস্তফা কামাল স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সহ আরো উপস্থিত ছিলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার সাধারণ সম্পাদক এনপিএস গোপালগঞ্জ জেলা কমিটি, সাংবাদিক আবীর কাজী সাংগঠনিক সম্পাদক এনপিএস গোপালগঞ্জ জেলা কমিটি, মেজবাহ উদ্দিন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এনপিএস গোপালগঞ্জ জেলা কমিটি, কামরান শেখ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনপিএস টুঙ্গিপাড়া উপজেলা কমিটি, নাসিম মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক এনপিএস টুঙ্গিপাড়া উপজেলা কমিটি, হাবিবা আক্তার মহিলা সম্পাদিকা টুঙ্গিপাড়া উপজেলা কমিটি।এবং ৫ জন কুরয়ানের হাফেজ,তারা জাতির পিতার সমাধি সৌধ সংলগ্ন মসজিদে কুরয়ান খতম করেন। সর্বশেষ সকলে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া পাঠকরেন।
আপনার মতামত লিখুন
Array