পিরোজপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫ বছর পুর্তি উৎসব পালিত
আলোকিত হতে হলে বই পড়তে হবে। আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে স্বপ্নদ্রষ্টা স্যার আবদুল্লাহ আবু সায়ীদের হাত ধরেই সত্তর দশকের শেষের দিকে ১৯৭৮ সালের ১৭ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বসাহিত্য কেন্দ্র। হাটি হাটি পা পা করে ৪৫ বছর পূর্ণ হয়েছে
০৯ ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩ ঘটিকায় বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি পিরোজপুর ইউনিটের সাংস্কৃতিক সংঘের উদ্যোগে জেলা সরকারি গনগ্রন্থাগারে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫ বছর পূর্তি উৎসব পালিত হয়। হালিমাতুস সাদিয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আ ফ ম রেজাউল করিম, ঝালকাঠির পি.টি.আই ইনস্ট্রাক্টর মো: আকবর হোসেন, সোনালী ব্যাংক পিরোজপুর শাখার সিনিয়র অফিসার দীপেন সাধক রণি ( ৪১ তম বিস.এস প্রশাসনিক ক্যাডার পদে সুপারিশ প্রাপ্ত), পিরোজপুর জেলা সরকারি গনগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন্নাহার, মধ্যপিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানজ পারভীন সহ বিশ্বসাতিহ্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি পিরোজপুর জেলার সেচ্ছাসেবকবৃন্দ, পাঠক, পরিবেশনাকারী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের প্রথমে সুচনা সংগীত ‘আলো আমার আলো’ দিয়ে শুরু করে পর্যায়ক্রমে আবৃত্তি প্রতিযোগিতা, সংগীত, নৃত্য, নাটিকা, দেয়ালিকা উপস্থাপন, কুইজ, বই আলোচনা এবং সর্বশেষে পুরষ্কার বিতরনীর মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আ ফ ম রেজাউল করিম বলেন বইয়েরা আমাদের নিরবে স্মরণ করে। আপনি যদি সপ্তাহে একটি বই পড়েন তাহলে বছরে ৫২ টি বই আপনার তথ্য ভান্ডারে যোগ হবে।আবদুল্লাহ আবু সায়ীদ স্যার তার প্রতিনিধির মাধ্যমে আপনাদের দরজায় প্রতিদিন টোকা দিচ্ছে কারন হলো বই পড়ুন। অনুষ্ঠানের সমাপ্তিতে ভ্রাম্যমাণ লাইব্রেরির লাইব্রেরি কর্মকর্তা এস. এম নাহিদুর রহমান ভ্রাম্যমাণ বই পড়ার প্রয়োজনীয়তা তুলে ধরে লাইব্রেরির সদস্য হয়ে বই পড়ার অনুরোধ করেন।
আপনার মতামত লিখুন
Array