পিরোজপুরে শীতর্থদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ
পিরোজপুরে মাহির ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার( ৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য লাবনী আক্তার এর সৌজন্য পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় অসহায় ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। উত্তর-পোরগোলা রুহুল আমিন কারিমিয়া কওমি মাদ্রাসা ছাত্রদের মাঝে শতাধিক কম্বল এবং পিরোজপুর সিয়াই পাড়ায় অসহায় মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ শেষে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য লাবনী আক্তার বলেন এই প্রতিবেদককে বলেন আমি অসহায় মানুষের মাঝে থেকে তাদের সেবা করতে চাই। পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করতে চাই, যেন তারা সব বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে পারে।
আপনার মতামত লিখুন
Array