ভোলার পশ্চিম ইলিশায় ডিবি পুলিশের অভিযানে ৯ জুয়ারী আটক
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালেরহাট বাজার থেকে জুয়া খেলা অবস্থায় ৯ জুয়ারী কে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।
পশ্চিম ইলিশা ২নং ওয়ার্ডের চরপাতা গ্রামের মালেরহাট বাজারের আলাউদ্দিন মোরাদারের দোকান থেকে তাদের আটক করা হয়। ডিবি পুলিশের ওসি এনায়েত এর তত্ত্বাবধানে এস আই আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটকৃতরা হলেন পশ্চিম ইলিশা ২নং ওয়ার্ডের আবুল বাসারের ছেলে আলাউদ্দিন মোরাদার, সবুজ বেপারীর ছেলে মোঃ পারভেজ, চান মিয়ার ছেলে জসিম তালুকদার, আবুল কাশেম এর ছেলে মাহাবুব, শাহে আলম তালুকদারের ছেলে বাবুল তালুকদার, আবুল খায়ের এর ছেলে নেছার উদ্দিন, বারেক মিয়ার ছেলে মোঃ খোকন, মোস্তফা বকশির ছেলে জাহাঙ্গীর বকশি, ধলু খলিফার ছেলে কাজল ইসলাম।
এ সময় জুয়া খেলার তাস, জুয়ার বোর্ডের সর্বমোট জুয়া খেলার ১৮৯০/-(এক হাজার আটশত নব্বই) টাকা সহ গ্রেফতার করেন। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন
Array