ডাঙ্গার বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ডাঙ্গার বিল থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ ঘটিকার দিকে গোবিন্দগঞ্জ উপজেলাধীন নাকাই ইউনিয়নের শীতল গ্রামের ডাঙ্গার বিল থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, আজ সকাল বেলা কৃষকেরা জমিতে গেলে ডাঙ্গার বিলের মাঝখানে এক অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখতে পান।
মুহূর্তের মধ্যেই ঘটনাটি ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভীড় জমে। পরে পুলিশ খবর পেয়ে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
এ বিষয়টি নিশ্চিত করে নাকাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য মেজবাউল সরকার বলেন, বিল থেকে উদ্ধার করা মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ডাঙ্গার বিল নামক স্থান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন
Array