ঐতিহাসিক হযরত শাহ কুতুব (রঃ) জামে মসজিদ ও মাজার উপলক্ষে ‘বাৎসরিক উরস’ মাঘ মাসের শেষ শুক্রবার
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা অষ্টগ্রামে হযরত শাহ জালাল (রঃ) এর সফরসঙ্গী ৩৬০জন আউলিয়ার অন্যতম হযরত শাহ কুতুব ইয়েমেনী (রঃ) এর নামানুসারে মাজার ও মসজিদটিকে কেন্দ্র করে প্রতি বছর বাংলা মাঘ মাসের শেষ শুক্রবার বাৎসরিক উরস মোবারক পালন করা হয়।
কথিত আছে, ঐতিহাসিক হযরত শাহ কুতুব (রঃ) নামানুসারে এই মাসজিদ ও উনার মাজার অতিতে অষ্টগ্রামে জনবসতি না থাকায় আস্তে আস্তে বিভিন্ন গাছপালার কারণে জঙ্গলে ঢেকে যায়। পরে অষ্টগ্রামের স্থানীয় বাসিন্দা সৈয়দ মাহমুদ ফাজেল ভূইয়া এবং অষ্টগ্রাম ঐতিহ্যবাহী হাবেলী বাড়ির সৈয়দ কুতুবউদ্দিন আল হোসাইনী (রঃ) এর উদ্দোগে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে স্থানীয় সকল লোকদের নিয়ে উক্ত মাজার ও মসজিদকে ঢেকে রাখা গাছপালা কেটে পরিস্কার পরিচ্ছন্ন করে বাংলা মাঘ মাসের শেষ শুক্রবার প্রথম জুমআর নামাজ আদায় করেন। এবং স্থানীয় বাসিন্দাদের দেওয়া চাল, দুধ,গুড় ইত্যাদি দিয়ে শিড়নী (ফায়েশ) বানিয়ে উপস্থিত সকলের মধ্যে বিতরণ করেন।
এর ধারাবাহিকতায় প্রতি বছর বাংলা মাঘ মাসের শেষ শুক্রবার এই মসজিদ ও মাজার কে কেন্দ্র করে পালিত হয়ে আসছে এই রেওয়াজ। সেই সাথে উক্ত মসজিদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাজার চেরাগি খাদেম পরিবারের দেখবালের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।
উল্লেখ্যঃ মোঘল আমলে নির্মিত এই নিদর্শনকে ১৯০৯ খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত পূরাকির্তী হিসেবে ঘোষণা করেন। সর্বশেষ এই নিদর্শনকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের আন্তরিকতায় ২০২০ খ্রিস্টাব্দে সংস্কার করা হয়েছিল।
আপনার মতামত লিখুন
Array