রংপুর ১ আসন নবনির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু কে গণসংবর্ধনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ ১৯, রংপুর ১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জননন্দিত পরীক্ষিত জননেতা জনাব আসাদুজ্জামান বাবলুর অভূতপূর্ব বিজয়ে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলার চেয়ারম্যান জনাব রুহুল আমীনের সভাপতিত্বে ও মোঃ স্বপন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় গণ সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বাবলু।
আরো উপস্থিত ছিলেন জেলা যুব আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গংগাচড়া উপজেলা পরিষদ ইউনিয়নের সকল চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু তার বক্তব্যে বলেন ৫৩ বছরে আমরা দেখেছি এই অঞ্চলে যারা সংসদ সদস্য ছিলো তাদের আমরা দেখা পেতাম না। এজন্য রংপুর ১ আসনের মানুষ অবহেলিত সুবিধাবঞ্চিত, এই অঞ্চলের মানুষের উন্নয়ন হয়নি, রাস্তা ঘাট, স্কুল কলেজ, মন্দির, মাদ্রাসা কবরস্থান, শশ্মান, উন্নয়ন হয়নি এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন হয়নি । ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, ওনি ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় আসার পরে শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলো বিধায় আজকে গংগাচড়ার মানুষ ঘরে ঘরে শিক্ষিত বসবাস করছে। দুর্ভাগ্য আমাদের এই অঞ্চলের সন্তানকে সংসদে পাঠাতে পারিনি।তাই এই অঞ্চলের মানুষ অনেক পিছিয়ে। এবার যেহেতু রংপুর ১ আসনে মানুষ আমায় সংসদে পাঠিয়েছে, আমি আমার সর্বাত্মক চেষ্টা কাজে লাগাবো। সারা বাংলাদেশের মধ্যে রংপুর ১ আসন উন্নয়নের শীর্ষে থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি সুস্থ থাকলে রংপুর ১ আসনে সিটি ও উপজেলার সমবন্টনে উন্নয়ন ধারা অব্যহত থাকবে। আমি সংসদের মধ্যে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এই অঞ্চলের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ শিল্পকারখানা গড়ে তুলব। যাতে করে প্রতিটি মানুষ নিজ উপার্জনে জীবিকা নির্বাহ করে। আর এই অঞ্চল পিছিয়ে থাকবে না কথা দিলাম।
এরপর গণসংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোঃরুহুল আমীনের বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভা সমাপ্ত হয়। শেষে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়।
আপনার মতামত লিখুন
Array