পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন বিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজের শুভ উদ্বোধন
পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন পিরোজপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী হোস্টেল এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন পুন: নির্মাণ মেরামত ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করলেন মোহাম্মদ জাহেদুর রহমান (ডিসি) পিরোজপুর।
দুইটি সরকারি প্রতিস্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় এবং মেরামত ও সংস্কার কাজ পরিদর্শন করেন ৯ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২ টায়। প্রথমে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারওয়ার হোসেন সহ সকল শিক্ষকদের নিয়ে সংস্কার ও মেরামত কাজের শুভ উদ্বোধন করেন এবং সরকারি বালিকা স্কুল পরিদর্শন শেষে কিছু সময় শিক্ষকদের নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে সরকারি মহিলা কলেজের মেরামত ও সংস্কার কাজ শুভ উদ্বোধন করেন এবং সরকারি মহিলা কলেজ পরিদর্শন শেষে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তৌহিদুল ইসলাম খান সহ সকল শিক্ষকদের নিয়ে মতবিনিময় করেন।
দুইটি সরকারি শিক্ষা প্রতিস্ঠানের মেরামত ও সংস্কার কাজ উদ্বোধন ও মতবিনিময় করার সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম সহ সকল কর্মকর্তা।
জেলা প্রশাসন মোহাম্মদ জাহেদুর রহমান বলেন। নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম সাহেব যোগদান করেছেন মাত্র ৪ মাসের কাছাকাছি কিন্তু বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার, মেরামত উন্নয়ন কাজগুলো যে ভাবে শুরু করছেন তাতে জেলা প্রশাসন সন্তুষ্ট।
জেলা প্রশাসন মোহাম্মদ জাহেদুর রহমান এই প্রতিবেদককে বলেন, আমি চেষ্টা করেছি আপনাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি মহিলা কলেজ ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সংস্কার ও মেরামত সহ অত্র জেলায় শিক্ষা খাতে, ভবন নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে আমূল পরিবর্তন আনার।
আপনার মতামত লিখুন
Array