যাত্রীবাহী বাস ও বিজিবি’র টহলরত পিক-আপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত – ৮
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও বিজিবির টহলরত পিক-আপের সাথে সংঘর্ষের ঘটনায় ৫ বিজিবি সদস্যসহ ৮ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শুক্রবার (৫ জানুয়ারি)সকাল ১১ ঘটিকার দিকে গাইবান্ধা পলাশবাড়ী সড়কের রাইচমিল নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা জে আর পরিবহণের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা আসার সময় পলাশবাড়ীর রাইসমিল নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা বিজিবি বহনকারী একটি টহলরত পিকআপের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে বাস ও পিক-আপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় পিকআপে থাকা ৫ বিজিবির সদস্যসহ মোট ৮ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ জানান, যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে নির্বাচনের দায়িত্বে থাকা বিজিবি বহনকারী পিকআপে থাকা ৫ জন সদস্যসহ ৮ জন আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আপনার মতামত লিখুন
Array