ভোলায় বিএনপি পন্থী আইনজীবী ফোরামের আদালত বর্জন ও লিফলেট বিতরন
গনতন্ত্র ও আইনের শাসন পূন্নঃ প্রতিষ্টা ও বিচারের নামে অবিচার বন্ধের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার উদ্যোগে ১লা জানুয়ারি থেকে আগামী ৭ই জানুয়ারি পর্যন্ত আদালতের সকল কার্যক্রম বর্জনের কর্মসূচি পালন করছে।
মঙ্গলবার (২ জানুয়ারী) সকালে জেলা আইনজীবী ভবনের সামনে বিএনপি পন্থী আইনজীবী ফোরাম এ কর্মসূচি পালন করে। আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ফরিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম বাসেত, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ মোজাম্মেল হক, এডভোকেট কাজী মোহাম্মদ আজম, ভোলা বারের সাধারণ সম্পাদক ইফতারুল হাসান শরীফ, অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ প্রিন্স, অ্যাডভোকেট মোঃ ইউসুফ, অ্যাডভোকেট মোহাম্মদ জাবেদ ইকবাল, অ্যাডভোকেট আরিফুর রহমান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আমরা আগামী ৭ তারিখের প্রহসনের নির্বাচনে যাব না এবং কোন আইনজীবী কোর্টের কার্যক্রমের সাথে সংযুক্ত হবো না, যারা যাবে তারা জাতীয় বেইমান ও এদেশের দুশমন। পরে তারা বিভিন্ন ব্যবসা কেন্দ্রে, পথচারী ও যানবাহনের যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান, এডভোকেট মোহাম্মদ মশিউর রহমান মুরাদ,এড. ফয়সাল আহমেদ, অ্যাডভোকেট আদিল মাহমুদ অ্যাডভোকেট মুহাম্মদ মনজুরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ তোয়াহা, অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান , অ্যাডভোকেট মোহাম্মদ আহসানুল্লাহ সুমন, এড.পলাশ চন্দ্র শাহ, এডভোকেট এসএম মিজানুর রহমান,শিক্ষানবিশ এড.জাকারিয়া মন্জু সহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন
Array