ভোলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ভোলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) রাতে ভোলা বেবিল্যান্ড শিশু পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু’র সভাপতিত্বে এবং প্রেসক্লাব কোষাধ্যক্ষ ইউনুছ শরীফের পরিচালনায় বার্ষিক রিপোর্ট পেশ করেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামস-উল- আলম মিঠু। ২০২৩ সালের ক্লাবের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সহ-সভাপতি ওমর ফারুক, দৈনিক ভোলা বানীর সম্পাদক, মাকসুদুর রহমান, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক শিমুল চৌধুরী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক এইচএম নাহিদ, পাঠাগার সম্পাদক এইচ এম জাকির, সাহিত্য ও সাংস্কৃত সম্পাদক এম রহমান রুবেল, নির্বাহী সদস্য আলামিন শাহরিয়ার ও মোহাম্মদ আলী জিন্না রাজিব। বার্ষিক সাধারণ সভা শেষে নৈশ ভোজ ও মনোজ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট নজরুল হক অনু বলেন, আমাদের পথচলা অনেক দুর্গম। সকলের সাথে মিলেমিশে ঐক্য-অটুট রেখে আমাদের সামনের দিনগুলো চলতে হবে। কারো মধ্যে ভুল বোঝাবুঝির কোন অবকাশ নেই। ভোলার সকল সাংবাদিক একই পরিবারের মানুষ। স্থান, কাল, পাত্রভেদে এবং পেশাগত দায়িত্বের কারণে ক্ষণিকের জন্য ভিন্ন পরিচয় হতে পারে। এটাকে স্থায়ী রূপ দেয়া কোনো বুদ্ধিমান লোকের কাজ হতে পারে না।
আপনার মতামত লিখুন
Array