আগামীকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি টুয়েন্টি সিরিজ শুরু
ছবি: সংগৃহীত
তিন ম্যাচ ওয়ানডে শেষে বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডের টি টুয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল থেকে।
বুধবার (২৬ ডিসেম্বর) নিউজিল্যান্ডের নেপিয়ারে প্রথম টি টুয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে ম্যাচটি শুরু হবে। এর আগে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হেরেছে টিম টাইগার্স।
কিন্তু শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বড়ো জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়েছে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ শিবিরে। কোচ, টিম মেম্বার এবং টিম স্টাফদের মেজাজ আসন্ন টি টুয়েন্টি সিরিজ ঘিরে কিছুটা ফুরফুরে রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, কালকের ম্যাচের পর নিউজিল্যান্ডের মাউন্ট মাঙ্গানুইতে ২৯ ডিসেম্বর দ্বিতীয় টি টুয়েন্টি এবং বছরের শেষদিন অর্থাৎ ৩১ ডিসেম্বর ঠিক একই ভেন্যুতে তৃতীয় টি টুয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশের।
আপনার মতামত লিখুন
Array