ভোলা সামাজিক সংগঠনের উদ্যোগে পথশিশুদের ১ বেলা খাবারের আয়োজন
ভোলায় এই প্রথম সামাজিক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ও বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে রাস্তায় গুরে বেড়ানো পথশিশুদের ও বয়স্কদের সঙ্গে করে দুপুরে এক বেলা খাবারের আয়োজন করেন।
সোমবার (২৫ ডিসেম্বর) শহরের কুইন আইল্যান্ড কিচেন চাইনিজ রেস্টুরেন্টে শতাধিক পথশিশুদের মাঝে এ খাবারের আয়োজন সহ খেলাধুলার মাধ্যমে শিশুদের মস্তিষ্কে বিকাশ বৃদ্ধির জন্য এই আয়োজন করা হয়েছে বলে জানায় সংগঠন দুটির দায়িত্বশীল প্রতিনিধি, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর জেলা সভাপতি নেওয়াজ শরীফ ও ভোলা নারী উদ্যোক্তা পাপিয়া চৌধুরী।
আয়োজনে ভোলা জেলার নারী উদ্যোক্তা পাপিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সংগঠনের জেলা সভাপতি নেওয়াজ শরীফ। বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্য বলেন, আমরা এই শিশুদের জন্য কিছু করতে চাই এবং আজকের এই খাবারেই আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যদি সহায়তা করে, তাহলে আজকের শিশুগুলো পরিচয় দিতে হবে না তারা পথশিশু। আজকের শিশু আগামীর ভবিষ্যত।
নারী উদ্যোক্তা পাপিয়া চৌধুরী তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, আমরা চাই প্রতিটি সমাজের শিশুগুলো যেনো পথশিশু হিসেবে পরিচয় দিতে না হয়। এই জন্য সমাজের বিত্তবান সহ সমাজসেবক হিসেবে জারা আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে আমাদের এই সমাজটা করুনার সমাজ না হয়ে সুন্দর একটা সমাজে পরিনত হবে বলে আমি বিশ্বাস করি। তাই আসুন আমরা সমাজের পথশিশু দের পথ শিশু না বেবে পরিবারের একজন সদস্য হিসেবে মনি করি।
উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মৌসুমি সুলতানা প্রেমা, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক উম্মে হাফছা, কল্যাণ বিষয়ক সম্পাদক তানজিল হোসেন সহ সংগঠন অতিথি মুসফিকা নাজনীন ও মিতু মজুমদার, আব্দুলা আল মামুন, নাঈম ইসলাম।
আপনার মতামত লিখুন
Array