ডিবি যৌথ অভিযান চালিয়ে ১১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে ১১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ৭৪ কেজি গাঁজা, ১৪৩ পিস ইয়াবা ও ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আক্তার হোসেন।
তিনি জানান, জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিচড়া চা বাগানের বেলাবিল ও আমু চা বাগান এলাকা থেকে ৬৫ কেজি গাঁজাসহ আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়। একই উপজলার হাতুন্ডা গ্রামের নূরুল ইসলামের বাড়ি থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের আব্দুর রউফ ও তার স্ত্রীকে ৯ কেজি গাজাঁসহ গ্রেপ্তার করা হয়। একই উপজেলার লামাপুর মহল্লায় ৯পিস ইয়াবাসহ সায়েদ আহমদকে পুলিশ গ্রেপ্তার করে।
অন্যদিকে লাখাই উপজেলার কাটিয়ারা গ্রামে ২০ লিটার চোলাই মদসহ হৃদয় মিয়া ও শিমুল, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে ২৪ পিস ইয়াবাসহ জুগেল মিয়া, আল আমিন ও সাহেদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে হবিগঞ্জ পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক বেচাকেনা বন্ধ করতে পারলে জেলার অন্যান্য অপরাধ হ্রাস পাবে।
আপনার মতামত লিখুন
Array