“গংগাচড়ায় সাংবাদিক সমাজের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত “
রংপুরের গংগাচড়া উপজেলা সাংবাদিক সমাজের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সাংবাদিক সমাজের আয়োজনে আজ বুধবার (২০ ডিসেম্বর)সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। উপজেলা সাংবাদিক সমাজের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস,গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, মোহাইমিন ইসলাম মারুফ, সাংবাদিক আব্দুল বারী স্বপন, আলী আরিফ সরকার রিজু, নির্মল রায়, , জাকিরুল ইসলাম মন্টু, আব্দু আলী প্রামাণিক, সুজন আহমেদ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন।
আলোচনা সভা শেষে কেককাটা ও জনসেবায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখায় “জনবান্ধব কর্মকর্তা” হিসেবে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহাকে এবং শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় উপজেলা সাংবাদিক সমাজের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লালকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।
আপনার মতামত লিখুন
Array