বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে যুক্তরাষ্ট্রের সমর্থন
ছবি: সংগৃহীত
বাংলাদেশে পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে না রাশিয়া: রাষ্ট্রদূত
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ম্যাথিউ মিলার।
রেলে অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা উল্লেখ করে সাংবাদিকের প্রশ্ন ছিল, বাইডেন প্রশাসন কি এই ধরনের অগ্নিসংযোগের শিকার ব্যক্তিদের নিয়ে উদ্বিগ্ন?
জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি নির্দিষ্ট ঘটনাটির সঙ্গে পরিচিত নই, এ সম্পর্কে মন্তব্য নেই।
অপর প্রশ্নে সাংবাদিক বলেন, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন জনগণের ভোটের ফলাফল সন্তোষজনক না হলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরব বসন্তের মতো অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে, এ বিষয়ে মন্তব্য করুন।
মিলার বলেন, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি।
আপনার মতামত লিখুন
Array