যুবকদের বেকারত্ব দূরীকরন এ হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ- ২০২৩
ফরিদপুরের কানাইপুরে যুবদের আত্ম উন্নয়নে ও বেকারত্ব দূরিকরনের লক্ষ্যে হাঁস – মুরগী পালন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
গত সোমবার বিকেল ৩ টায় কেন্দ্র :স্টার লিডারস একাডেমী তে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, ফরিদপুর সদর, ফরিদপুর আয়োজিত সাতদিন মেয়াদ উপজেলা পর্যায়ে কর্মপ্রত্যাশী বেকার যুবক ও নারীদের আত্মকর্মসংস্থানের নিমিত্তে দক্ষতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক হাঁস – মুরগী পালন প্রশিক্ষণ টি সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ টির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :জনাব প্রশান্ত কুমার বাড়ৈ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ফরিদপুর সদর, ফরিদপুর ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাফিজুল হক, সহকারী উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা, ফরিদপুর সদর, ফরিদপুর ।কেন্দ্রীয় সভাপতি :জনাব সানজার উর রহমত, স্টার লিডারস একাডেমী, কানাইপুর, ফরিদপুর সদর, ফরিদপুর ।আরোও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ প্রাপ্ত যুবক – যুবতী ভাইও বোনেরা।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নত করতে দেশের যুবদের আত্ম উন্নয়নে এবং বেকারত্ব দূরীকরনে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন। দক্ষজনশক্তি তৈরিতে আত্মকর্মসংস্থানের ভুমিকা অপরিসীম।
অনুষ্ঠানে ১৮ বছর বয়সী থেকে ৩৫ বছর বয়সী যুবক-নারীদের মধ্যে হাঁস – মুরগী পালন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে ।এতে হাঁস – মুরগীর কিকি রোগ হয়, কোন রোগের কি ঔষধ, এবং কোন রোগের প্রতিকার, প্রতিরোধ কিভাবে করতে হবে সে সব বিষয়ে আলোচনা পর্যালোচনা করা হয়।
সবশেষে প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে সাতদিন এর প্রশিক্ষণ সার্টিফিকেট এবং প্রতিদিনের জন্য ১০০ টাকা করে ভাতা প্রদান করা হয়েছে।
আপনার মতামত লিখুন
Array