সংস্কার সমাজ কল্যাণ যুব সংঘ মেধাবৃত্তি-২০২৩ উপলক্ষ্যে সনদপত্র বিতরন
ফরিদপুরের কানাইপুর এলিকায় সংস্কার সমাজকল্যাণ যুব মেধাবৃত্তি-২০২৩ উপলক্ষ্যে মেধাবী ছাত্র – ছাত্রীদের মধ্যে সনদ বিতরনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ ই ডিসেম্বর দুপুর বেলা ১২ টা ৩০ মিনিটে স্টার লাডারস একাডেমী, কানাইপুর, একটি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত সংস্কার সমাজকল্যাণ যুব সংঘ এর পক্ষ থেকে মেধাবী ছাত্র – ছাত্রীদের মধ্যে ভালো ফলাফলের জন্য সনদপত্র বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব খান মো: নঈম, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ফরিদপুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:সরোয়ার মোর্শেদ, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ফরিদপুর। জনাব সুলতানা আক্তার, সাংবাদিক,স্টাফ রিপোর্টার, দৈনিক জাতীয় শীর্ষ অপরাধ পত্রিকা,ফরিদপুর জেলা প্রতিনিধি।সভাপতি :মো:সানজার উর রহমত, পরিচালক, স্টার লিডারস একাডেমী প্রতিষ্ঠাতা সভাপতি, সংস্কার
সমাজকল্যাণ যুব সংঘ, কানাইপুর, ফরিদপুর।আরো উপস্থিত ছিলেন শিক্ষক এবং ছাত্র – ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতি বক্তব্যে বলেন, “ভালো ফলাফল অর্জন ও ভালো মানুষ তৈরি করাই স্টার লিডারস একাডেমীর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।” সানজার উর রহমত।
প্রধান অতিথি জনাব মো:নঈম বলেন, আমি প্রতিনিয়ত খেয়াল করি যে, স্টার লিডারস একাডেমীতে নিয়মিত যারা এই কানাইপুর অঞ্চলের শিক্ষার্থী আছে তাদের শিক্ষার মান কিভাবে উন্নত করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।” – উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, ফরিদপুর।
বিশেষ অতিথি সুলতানা আক্তার বলেন,”আজ ১৭ই ডিসেম্বর বিজয়ের মাস। বাঙালি মুক্তির জন্য ১৯৪৭সাল থেকে লড়াই করে আসছে। ১৯৭১ এ দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ি যুদ্ধের পর বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। বাঙালিরা স্বাধীনতা অর্জন করলেও যেনো পৃথিবীর বুকে মাথাতুলে দারাতে না পারে সেই পরিকল্পনা করে দেশের মেধাবীদের নাম ঠিকানা সহ একটা ডায়রিতে লিপিবদ্ধ করা হয় এবং নির্মম ভাবে তাঁদের কে হতংআ করা হয়।একটি দেশের মথা হচ্ছে লাইব্রেরি বা মেধা, সংস্কৃতি। তারপরও বাঙালি থেমে থাকিনি তাদের আত্মবিশ্বাস ও মনোবল নিয়ে দেশকে সোনার মানুষ সোনার দেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ এ পরিনত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী।
সবশেষে আমার একটা মেসেজ থাকবে, পজিটিভ চিন্তা চেতনায় নিজেদের দায়িত্ব ও কর্তব্য আমরা আমাদের জায়গা থেকে সততা এবং নিষ্ঠার সাথে পালন করবো। তাহলে তৈরি হবে সোনার মানুষ। আর যে দেশে সোনার মানুষ বসবাস করবে সেই দেশ সোনার দেশে রূপান্তরিত হবে। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।”
বক্তব্য শেষে সকল মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়।
আপনার মতামত লিখুন
Array