আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ০৪-টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরে চারটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার পিএএ ও রিটার্নিং অফিসার ফরিদপুর ৪ টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুকুলে এ প্রতীক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার হাবিবুর রহমান, পুলিশ সুপার মোঃ শাহজাহান এবং বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসার সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকেরা উপস্থিত ছিলেন।
নিম্নে প্রার্থীদের প্রতীক দেওয়া হলো।
ফরিদপুর-০১ আসন
*ক।* *বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান* কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য। (আওয়ামীলীগের দলীয় প্রার্থী)। *নৌকা।*
*খ।* *শাহ মোহাম্মদ আবু জাফর*, বিএনএম এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি। (বিএনএম)। *নোঙ্গর।*
*গ।* *মোঃ আরিফুর রহমান দোলন *, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি। (আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী)। *ঈগল।*
মোঃ আক্তারুজ্জামান খান স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। (জাতীয় পার্টি)*লাঙল।*
*ঙ*। *মোহাম্মদ নুর ইসলাম সিকদার* (বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য)।(বাংলাদেশ সুপ্রিম পার্টি) *একতারা*।
*ফরিদপুর-০২ আসনঃ*
*ক।* *শাহাদাব আকবার*, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। (আওয়ামীলীগের দলীয় প্রার্থী)। *নৌকা।*
*খ।* *মোঃ জয়নুল আবেদীন বকুল মিয়া*, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য। (বাংলাদেশ খেলাফত আন্দোলন)। *বটগাছ*।
*গ।* *মোহাম্মদ জামাল হোসেন মিয়া*, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক (আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী)। *ঈগল*।
*ফরিদপুর-০৩ আসনঃ*।
*ক।* *আব্দুল কাদের আজাদ* ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্ট মন্ডলী সদস্য। (আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী)। *ঈগল।*
*খ।* *এমএ মুঈদ হোসেন আরিফ*, বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য। (বাংলাদেশ কংগ্রেস)। *ডাব।*
*গ।* *এস এম ইয়াহিয়া* ফরিদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি। (জাতীয় পার্টি)। *লাঙ্গল।*
*ঘ।* *গোলাম রব্বানী খান* বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সমর্থক। (বিএনএম)*
নোঙর।*
*ঙ*। *মোঃ দেলোয়ার হোসেন* (বাংলাদেশ সুপ্রিম পার্টির ফরিদপুর জেলা কমিটির সদস্য)।(বাংলাদেশ সুপ্রিম পার্টি) *একতারা*।
*ফরিদপুর-০৪ আসনঃ*
*ক।* *কাজী জাফর উল্লাহ*, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। (আওয়ামীলীগের দলীয় প্রার্থী)। *নৌকা।*
*খ।* *প্রিন্স চৌধুরি*, তৃণমূল বিএনপির সমর্থক। (তৃণমূল বিএনপি)। *সোনালী আঁশ*।
*গ।* *নাজমুন নাহার*, বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য (বাংলাদেশ কংগ্রেস)। *ডাব*।
*ঘ।* *মজিবুর রহমান চৌধুরী* কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। (আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী)*ঈগল*
*ঙ* *মাকসুদ আহমেদ মাওলা* বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য। (বাংলাদেশ তরিকত ফেডারেশন)*
ফুলের মালা*
*চ*। *মোঃ আনোয়ার হোসেন* জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। (জাতীয় পার্টি)*লাঙ্গল*
*ছ*। *মোঃ আলমগীর কবির* বাংলাদেশ সুপ্রিম পার্টির সদরপুর উপজেলা কমিটির সদস্য(বাংলাদেশ সুপ্রিম পার্টি) *একতারা*
আপনার মতামত লিখুন
Array