ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আলোচনা সভা
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকাল সাড়ে দশটায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইয়াসিন কবির এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, জেলা সিভিল সার্জন মোঃ সিদ্দিকুর রহমান, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ সকল উপজেলার চেয়ারম্যান ও সকল উপজেলার ইউএনও সহ জেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
সভায় জেলার বিগত দিনের উন্নয়ন মূলক কার্যক্রম ও আগামী দিনের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, অংশগ্রহণ মূলক, উৎসব মূখর করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান হয় ।
আপনার মতামত লিখুন
Array