সব ফাইনাল বিকেল এর মধ্যে হয়ে যাবে: ওবায়দুল কাদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) আসন চাওয়া নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এখন ১২টা বাজে। ৪টা পর্যন্ত দেখি। এই ৪ ঘণ্টা অপেক্ষা করুন। সব ফাইনাল হয়ে যাবে বিকেল ৪টার মধ্যে।’
আজ রোববার ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় পার্টির নিজস্ব চাওয়া আছে। তাদের নির্দিষ্টসংখ্যক আসন ছেড়ে দেওয়া হচ্ছে। সেসব আসনে নৌকার প্রার্থী থাকবে না।’ তিনি বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে। কোনো অশোভন পরিস্থিতি তৈরি হয়নি।’
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিসহ কয়েকটি দল নির্বাচনকে ‘ভাগাভাগি’ বলছে। যে নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল এবং প্রায় ২২শ’ প্রার্থী আছে, সে নির্বাচন কীভাবে ভাগাভাগির নির্বাচন হয়? তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের জন্য ১৬ ডিসেম্বর পরাজয়ের দিন।’
আপনার মতামত লিখুন
Array