বাগেরহাটে ফেরি থেকে পড়ে যাওয়া বৃদ্ধের লাশ উদ্ধার
মোড়েলগঞ্জ ফেরী থেকে পানগুছি নদীতে পরে যাওয়ার ৫২ ঘন্টা পরে ৭০ বছর বয়সী বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহতের নাম বজলুল হক তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চরখোল পটুয়া গ্রামে।
গত ৮ ডিসেম্বর রাত ১০.৩০ মিনিটের দিকে ঐ বৃদ্ধ মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলা অবস্থায় অসাবধানতা বসত ফেরী থেকে পানগুছি নদীতে পরে যায়।এ সময় স্থানীয়দের সহায়তায় ফায়ারসার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করে।পরবর্তীতে খুলনা থেকে ডুবুরী দলের সদস্যরা ৮ ঘন্টা চেষ্টা করেও ব্যার্থ হয়।
সোমবার (১১ ডিসেম্বর) রাত ২.৪৫ মিনিটের সময় তার মৃতদেহ স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে উদ্ধার করে। এবিষয়ে মোড়েলগন্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর প্রবীর কুমার দেবনাথ বলেন,৮ তারিখ খবর পেয়ে দ্রত আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার করার প্রাথমিক চেষ্টা করি পরে সকালে ডুবুরী দলের সদস্যরা এসে প্রায় ৮ ঘন্টা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর তার লাস আজ রাতে ভাসমান অবস্থা পেয়ে উদ্ধার করে মৃতদেহ টি পুলিশের কাছে হস্তান্তর করি।
মোড়েলগঞ্জ মডেল থানার এসআই মোঃ নুরুল আমীন বলেন,আইনানুগ ব্যবস্থা সম্পন্ন করে নিহতের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করার প্রকৃয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন
Array