ফরিদপুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা
ফরিদপুর প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার বেলা সাড়ে দশটায় ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে।
এতে প্রেস ক্লাবের ৬৭ জন সদস্য উপস্থিত ছিলেন এবং ২৫ জন সদস্য আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব। সভায় প্রেসক্লাবের বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় পরবর্তী পর্বে ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এর আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক মোঃ শাহজাহান, সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক মিজানুর রহমান মানিক, এস এম তমিজউদ্দিন তাজ, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, মফিজ ইমাম মিলন, মাহফুজুল আলম ও জাহিদ রিপন।
আগামী ৩১ শে মার্চ পর্যন্ত উক্ত কমিটি ফরিদপুর প্রেসক্লাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে।
এছাড়া আগামী ১৬ ডিসেম্বর ফরিদপুর প্রেস ক্লাবের মরণোওর তিন জন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুদ্দিন মোল্লা, লিয়াকত হোসেন এবং এম এ মজিদকে সংবর্ধনা প্রদান করা হবে।
এছাড়া প্রেস ক্লাবের বর্তমান দুই মুক্তিযোদ্ধা সদস্য মিজানুর রহমান মানিক আমিনুর রহমান ফরিদকে সংবর্ধনা প্রদান করা হবে বলে সভায় জানানো হয়।
আপনার মতামত লিখুন
Array