সহস্রাধিক সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে মধ্যাহ্ন ভোজ, ক্রীড়া ও সাংস্কৃতি অনুষ্ঠান
পিরোজপুরের ইন্দুরকানীতে চর অঞ্চলের একজাহার সুবিধাবঞ্চিত শিশু-কিশোর, নারী-পুরুষদের নিয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। শনিবার উপজেলার চর সাউদখালী আশ্রায়ন প্রকল্প এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন হেবিট্যাট ডেভলপমেন্ট ট্রাষ্ট, রূপসী বাংলা উন্নয়ন সংস্থা, বাবুই পাঠাগার ও বিজয় নিশান এর যৌথ উদ্যোগে এই আয়োজন সম্পন্ন করা হয়।
দিনব্যাপী অয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার।
বক্তব্য প্রদান করেন, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন, বালিপাড়া ইউনিয়ন আ:লীগ সেক্রেটারী ইয়াকুব আলী, এইচডিটি উপদেষ্ঠা মাহামুদা বেগম, পরিচালক মেহেদী হাসান, বাবুই পরিচালক হাসিবুর রহমান, বিজয় নিশান প্রতিনিধি পলাশ রহমান ও কর্মসুচী সমন্বয়কারী মোঃ আলতফ হোসেন।
প্রধান অতিথি কামরুজ্জামান তালুকদার তার বক্তব্যে বলেন, সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে এত বড় আয়োজন অত্র অঞ্চলে বিরল। নি:স্বার্থভাবে এই ধরণের উদ্যোগ নেয়ার জন্য তিনি সকল আয়োজনকারী সংস্থা ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন
Array