ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে সাংবাদিকদের সাথে অবহিতকরন সভা
ফরিদপুর সিভিল সার্জন এর আয়োজনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ সভা আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ফরিদপুর সদর হাসপাতালে তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।
এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে ভিটামিন এ ক্যাপসুল সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করেন মেডিকেল অফিসার ডাক্তার আলামিন সরোয়ার।
ওরিয়েন্টেশন সভায় জানানো হয় আগামী ১২ ডিসেম্বর দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে এদিন ফরিদপুর জেলার মোট ১৯৪৫টি টিকাদান কেন্দ্রে ৬থেকে ১১ মাস বয়সী ৪২৬৫৭ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৬২০৫৩ সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
অনুষ্ঠানে আরো জানানো হয় ফরিদপুরের ৯ উপজেলা একটি ৬টি পৌরসভা, ৭৯টি ইউনিয়ন এবং ২৪০ টি ওয়ার্ডে উক্ত দিন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ কাজে ৩৮৯০ জন কর্মী, মাঠ পর্যায়ে ৫০৩ জন স্বাস্থ্যকর্মী, এবং পরিবার পরিকল্পনা বিভাগের ৪৭২ জন কর্মী অংশগ্রহণ করবেন।
এছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের সর্বমোট ৯৭৫ জন কর্মী, ২৯১৫ জন স্বাস্থ্যসেবী, এবং ৯টি জেলা পর্যায়ে তদারকি টিম, প্রথম সারির সুপারভাইজার, ৩০৬ জন এবং ৬৪ জন দ্বিতীয় শ্রেণীর সুপারভাইজার উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
উক্ত কার্যক্রম সফল করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এ সময় ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন
Array