ভোলায় সাইবার ক্রাইম সেল এর অভিযানে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক-১
ভোলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (ডিবি) ভোলায় কর্মরত এসআই (নিঃ) মোঃ মোহাইমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদক দ্রব্য গাঁজা সহ জামাল বেপারী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় ভোলা সদর মডেল থানাধীন সদুরচর ৮নং ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান চালিয়ে রফিক বেপারী বাড়ির মোঃ জামাল বেপারী এর বসত ঘরের সামনের উঠান থেকে মৃত রফিক বেপারীর ছেলে মোঃ জামাল বেপারী (৪৫) কে আটক করেন। পুলিশ জানায়, আটককৃত মোঃ জামাল বেপারী এর দেহ তল্লাশীকালে তাহার হাতে থাকা একটি সাদা পলিথিনের মধ্যে কাগজে মোড়ানো ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ৪১০/- টাকা উদ্ধার করেন। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ভোলা সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন
Array