নির্বাচনে জিততে ‘নৌকা’ চান জাতীয় পার্টির নেতারা
ছবি: সংগৃহীত
এ ছাড়া জাপার চেয়ারম্যান জি এম কাদের, জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন, ফখরুল ইমাম, সালমা ইসলাম, শামীম হায়দার পাটোয়ারীসহ উল্লেখযোগ্য সব নেতার আসনেই আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দিয়েছে। জি এম কাদের ও তাঁর স্ত্রী শেরিফা কাদের রংপুর ও ঢাকার তিনটি আসনে প্রার্থী হয়েছেন। তিনটিতেই আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দিয়েছে।
এর মধ্যে জি এম কাদেরের রংপুর-৩ আসনে তুষার কান্তি, ঢাকা-১৭ আসনে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাতকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শেরিফা কাদের প্রার্থী হয়েছেন ঢাকা-১৮ আসনে। সেখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য হাসান হাবীব। এই আসনে ব্যবসায়ী ও আওয়ামী লীগের ঢাকা মহানগরীর শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক খসরু চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
আপনার মতামত লিখুন
Array