হাঁটতে না পারা পর্যন্ত আইপিএলে খেলবো: ম্যাক্সওয়েল
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে ক্র্যাম্প নিয়েও দানবীয় ব্যাটিং করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়ে চার-ছক্কার বৃষ্টি নামান। কতটা অদম্য মানসিকতা নিয়ে খেলেছেন, তা বলার অপেক্ষা রাখে না। আইপিএলেও একই মানসিক শক্তি নিয়ে খেলে যেতে চান অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী মাস্টার ব্লাস্টার।
আইপিএল ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান জানিয়ে দিলেন ম্যাক্সওয়েল। যতদিন হাঁটতে পারবেন, ততদিন বিশ্বের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে যেতে চান তিনি।
ভারত থেকে দেশে ফিরে এক সপ্তাহ বিশ্রাম নিয়ে আবার মাঠে নামছেন ম্যাক্সওয়েল। বৃহস্পতিবার রাতে বিগ ব্যাশ লিগের প্রথম ম্যাচে ব্রিসবেনের বিপক্ষে মেলবোর্ন স্টার্সকে নেতৃত্ব দেবেন তিনি।
আগামী বছর আবার ভারতে ফিরবেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আবার খেলবেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার। এই টুর্নামেন্ট দিয়েই আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেবেন অস্ট্রেলিয়ানরা।
মেলবোর্ন বিমানবন্দরে নেমে বুধবার ম্যাক্সওয়েল বলেছেন, ‘সম্ভবত আমার খেলা শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে আইপিএল। আমি আর না হাঁটতে পারা পর্যন্ত আইপিএল খেলে যাবো।’
এক দশকেরও বেশি সময় ধরে আইপিএলে খেলছেন ম্যাক্সওয়েল। ২০১২ সালে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে পথচলা শুরু। ২০১৩ সালে প্রথম মিলিয়ন ডলার খেলোয়াড় হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। স্মরণীয় মৌসুম কাটান ২০১৪ সালে, তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১৮৭.৭৫ স্ট্রাইক রেটে ৫৫২ রান করেন। ২০২১ সালে বেঙ্গালুরু তাকে কিনে নেয়।
সোয়া ১৪ কোটি রুপির প্রতিদান দিয়েছেন ভালোভাবে। বেঙ্গালুরুতে সবশেষ তিন বছরে রান করেছেন ৫১৩, ৩০১ ও ৪০০। আইপিএলে শেষ পর্যন্ত খেলে যাওয়ার কারণ কিন্তু অর্থ নয়।
ম্যাক্সওয়েল বললেন, ‘আমার ক্যারিয়ারজুড়ে আইপিএল কতটা উপকারে এসেছে সেটা বলতে চাই। যে মানুষদের সঙ্গে পরিচয় হয়েছে, যে কোচদের অধীনে আমি খেলেছি, যে আন্তর্জাতিক খেলোয়াড়দের কাঁধে কাঁধ রেখে খেলেছি, সেটাই আমার পুরো ক্যারিয়ারে দারুণ সহায়ক হয়েছে।’
অনেক কিছু শিখেছেন অজি তারকা, ‘এবি (ডি ভিলিয়ার্স) ও বিরাটের (কোহলি) সঙ্গে দুই মাস ধরে আপনি কাঁধে কাঁধ রেখে খেলছেন, তাদের সঙ্গে কথা বলছেন, অন্যদের খেলা দেখছেন। এমন দারুণ শেখার অভিজ্ঞতা যে কোনও খেলোয়াড় পেতে চাইবে।’
আপনার মতামত লিখুন
Array