আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের মতবিনিময়
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর সংসদীয় আসন ৩ এ আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য প্রার্থী শামীম হকের সভাপতিত্বে আজ মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় সদর উপজেলাধীন মাচচর ইউনিয়নের ধুলদির শামীম হকের বাসভবনে সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক সামছুল আলম চৌধুরী ।
এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আমরা যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে অনুপ্রানিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ করি তাদের নৌকার প্রার্থীর বাইরে যাওয়ার সুযোগ নেই। বক্তারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নেতৃত্বে চলমান উন্নয়নের জয়যাত্রাকে অব্যাহত রাখার স্বার্থে সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভার পূর্বে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আলতাফ হুসাইন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
উল্লেখ্য বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
আপনার মতামত লিখুন
Array