কচুয়ায় নানা আয়োজনে শেখ ফজলুল হক মনির ৮৫ তম জন্মদিন পালন
বাগেরহাটের কচুয়ার শেখ ফজলুল হক মনির ৮৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা,কেট কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজ হল রুমে নানা আয়োজনে এদিন ফজলুল হক মনির ৮৫ তম জন্মদিন পালিত হয়েছে।অধ্যক্ষ নরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাঃ মীর শওকাত আলী বাদশা।প্রধান বক্তা ছিলেন,বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাগেরহাট জেলা সভাপতি এ্যাঃশাহআলম টুকু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিকদার হাবিবুর রহমান,কচুয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরন পাইক,আওয়ামী লীগ নেতা গোলাম শোকরানা রব্বানী আজাদ হোসেন বালী,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ সহ প্রমুখ।
আপনার মতামত লিখুন
Array