অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা
ছবি: সংগৃহীত
আগামী ৮ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এই এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। নিয়মিত অধিনায়ক আহরার আমিনকে বাদ দিয়ে মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। মূল দলের বাইরে তিনজনকে স্টান্ড বাই হিসেবে রাখা হয়েছে।
এশিয়া কাপে অংশ নিতে আগামী বুধবার (৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে যুবারা। এবারের আসরে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও জাপান। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ ডিসেম্বর, প্রতিপক্ষ আরব আমিরাত। পরের ম্যাচ ১১ ডিসেম্বর, প্রতিপক্ষ জাপান। ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ হবে। এশিয়া কাপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর।
বাংলাদেশ দল: মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রহমত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।
স্টান্ড বাই: রিজান হোসেন, নাঈম আহমেদ ও জিহাদুল হক জিহাদ।
আপনার মতামত লিখুন
Array