পিরোজপুরে রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের ‘উপস্থাপনা ও সঞ্চালনা প্রশিক্ষণ’ কোর্সে উদ্বোধন
পিরোজপুরে মাস ব্যাপি রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচি “উপস্থাপনা ও সঞ্চালনা” কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর ২০২৩ (শুক্রবার), বিশ্ববিদয়ালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ মিলনায়তনে (পুরাতন ডিসি অফিসের ২য় তলায়) রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে ও শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক ও জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম মো ফিরোজ খান, দিশারী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক আব্দুল আলিম, মোহনা টেলিভিশনের পিরোজপুর প্রতিনিধি মোঃ নুর উদ্দিন সহ প্রশিক্ষণ কোর্সের সকল শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে উপস্থাপনা ও সঞ্চালনার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। বক্তারা বলেন উপস্থাপনা বা সঞ্চালনা হলো একটি অনুষ্ঠানের প্রাণ। উপস্থাপকের কথা বলার ধরন ই একটি অনুষ্ঠানকে সুন্দর সু সজ্জিত করে তোলে। উক্ত কোর্সটির ক্লাস সপ্তাহে ২দিন অর্থাৎ প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। ১০ টি ক্লাসের মাধ্যমে কোর্সটি সম্পন্ন হবে এবং শিক্ষার্থীরা কোর্স শেষে একটি শিক্ষা সফরে অংশগ্রহণ করতে পারবে।
আপনার মতামত লিখুন
Array