পিরোজপুরের উৎসবমূখর পরিবেশে তিনটি আসনে বিভিন্ন দলের মনোনয়ন পত্র জমা দিয়েছে ৩৩ জন প্রার্থী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিভিন্ন দলের ৩৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা রিটাংর্নি অফিসারের কার্যালয়ে পিরোজপুর-০১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনেনয়ন পত্র জমা দেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। এর পরপরই পিরোজপুর-০১ আসনে জমা নৌকা প্রতীক প্রাপ্ত মনোনয়ন পত্র প্রার্থী মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। এছাড়াও পিরোজপুর-০১ স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর-০২ আসনে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ সহ একাধিক প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
পিরোজপুর-০১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। বর্তমান সংসদ সদস্য মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন জেলা যুব লীগের সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। এছাড়া পিরোজপুর-০১ আসনে মনোনয়ন জমা দেন জেলা জাসদ (ইনু) এর সভাপতি স্ইাদুল ইসলাম ডালিম, জাকের পার্টির মো: ফরহাদ আহমেদ, জেলা জাতীয়পার্টি (জাপা) আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো: আলাউদ্দিন খান, তৃনমূল বিএনপির মো: ইয়ার হোসেন, বাংলাদেশ কংগ্রেস এর মো: শাহ আলম।
পিরোজপুর-০২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছে জাতীয় পার্টি জেপি (মঞ্জু) এর চেয়ারম্যান বর্তমান সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু, আ্ওয়ামীলীগ মনোনিত জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ^াস, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো: মহিউদ্দীন মহারাজ, জাতীয় পার্টি (জাপা) মো: খলিলুর রহমান খলিল, বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী মো: জাকির হোসাইন, বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী মো: ছগির মিয়া, জাকের পার্টির মো: ফয়সাল, ন্যাশনাল পিপলস পার্টির মো: আবুল বাশার, গণফ্রন্ট এর মোহাম্মদ মাহতাব উদ্দিন মাহামুদ,বাংলাদেশ সুপ্রিম পার্টি মোহা: মিজানুর রহমান মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
পিরোজপুর-০৩ (মঠবাড়িয়া) আসন থেকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আশরাফুর রহমান, বর্তমান সাংসদ ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী (স্বতন্ত্র), জাতীয় পার্টি (জাপা) মনোনীত মাশরেকুল আজম রবি, ন্যাশনাল পিপল্স পার্টি মনোনীত আমির খান, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি মনোনীত প্রশান্ত কুমার হাওলাদার খোকন, মুক্তি জোট মনোনীত জাসেম আলম, স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ, কল্যাণ পার্টি মনোনীত সাংবাদিক শহীদুল ইসলাম স্বপন, খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল লতীফ সিরাজী, স্বতন্ত্র প্রার্থী আবু তারেক মৃধা, স্বতন্ত্র প্রার্থী সুধীর রঞ্জন ও মোঃ শহীদুল ইসলাম, কংগ্রেস পার্টি মনোনীত হোসাইন মোশারফ সাকু, জাকের পর্টি মনোনীত চন্দ্র শেখর ওঝা, স্বতন্ত্র প্রার্থী সুধীর রঞ্জন বিশ্বাস মনোনয়ন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, পিরোজপুর-০১ আসনে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন। এছাড়াও পিরোজপুর-০২ আসনে ১৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১০জন এবং পিরোজপুর-০৩ আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে ১৪ জনই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পিরোজপুরের তিনটি আসনে মনোনয়নপত্র জমার শেষ দিনে পিরোজপুর সর্বমোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা প্রদান করেন।
আপনার মতামত লিখুন
Array