দল পাল্টে বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনয়নপত্র জমা
ছবি: সংগৃহীত
বগুড়া-৪ আসনে এবার বিজেডি থেকে লড়বেন হিরো আলম। বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বাধীন জাতীয় জোটের ছয় দলের মধ্যে আছে গণ অধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ গ্রিন পার্টি ও বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন প্রথম আলোকে বলেন, হিরো আলম বাংলাদেশ কংগ্রেসের মনোনয়নে জাতীয় জোট থেকে বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দিতা করছেন। জাতীয় জোটের নির্বাচনী প্রতীক ডাব।
হিরো আলমের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, বগুড়ার সাতটি আসনে ৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেস থেকে হিরো আলম মনোনয়নপত্র দাখিল করেন।
আপনার মতামত লিখুন
Array