ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় ৫ জেপি নেতা গ্রেফতার, অস্ত্র উদ্ধার!
পিরোজপুরের ভান্ডারিয়ার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামীসহ জাতীয় পার্টি জেপির (মঞ্জু) ৫ নেতাকে গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশের যৌথ একটি দল।
মঙ্গলবার (২৮ শে নভেম্বর) রাত ৮ টায় জাতীয় পার্টি জেপির প্রধান কার্যালয়ের সামনে থেকে আতিকুর ইসলাম উজ্জ্বল তালুকদার, মামুন সরদার, মাহাবুব শরিফ শুভ, তারিকুজ্জামান সানিম ও ফরিদ মল্লিককে আটক করা হয়। এ সময় মামুন সরদারের কাছ থেকে বিদেশি একটি পিস্তল উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলা সহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হলে আজ জাতীয় পার্টি জেপির (মঞ্জু) ৫ জন আসামীকে আটক করেছে ডিবি ও থানা পুলিশ। এসময় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ১৭ এপ্রিল পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালীতে জাতীয় পার্টি জেপি (মঞ্জু) র একটি ইফতার পার্টি শেষে দলীয় নেতাকর্মীরা ভান্ডারিয়া ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের উপর হামলা করে। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী আহত হন। এর কিছু পরে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে অফিস জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। এ ঘটনায় গত ১৯ এপ্রিল স্থানীয় যুবলীগ নেতা চপল হাওলাদার বাদি হয়ে ভান্ডারিয়া থানায় মামলা করেন।
আপনার মতামত লিখুন
Array