ফরিদপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও কর্মী সভা
ফরিদপুর পৌর আওয়ামী লীগের অন্তর্গত ২৭ টি ওয়ার্ডের সেন্টার কমিটি গঠন ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মরহুম জাফর আহমেদ খানের স্মরণে দোয়া মাহফিল ও কর্মীসভা সোমবার বিকেলে ফরিদপুর শহরের মুন্সি আব্দুর রউফ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ফরিদপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর জাফর আহমেদ খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শাহীদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্ব এবং যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পৌরসভার মেয়র অমিতাভ বোস, বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মৃধা, পৌর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান মুরাদ, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, কাউসার হোসেন মেহেদী হাসান বাবু নারায়ণ চন্দ্র দাস, জিল্লুর রহমান প্রামানিক, অ্যাডভোকেট তুষার কুমার দত্ত।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পৌর আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানের বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতা পূর্ণ হবে। এবং সে ক্ষেত্রে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ কে মাঠে থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কার্যক্রম কে জনগণের মধ্যে প্রচার করতে হবে। গত ১৫ বছরে দেশে যে উন্নয়ন সংঘটিত হয়েছে সেগুলি জনগণের মধ্যে তুলে ধরতে হবে ফরিদপুর সদর ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত এম পি প্রার্থী শামীম হককে বিজয়ী করার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
একই সাথে ফরিদপুরের চারটি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করিয়ে আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচন করে দেশ সেবা করার জন্য একই সাথে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের পৌর আওয়ামী লীগের ২৭ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন
Array