জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে কাউখালীতে আনন্দ মিছিল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব ও প্রতিযোগিতামূলক করতে দলীয় মনোনয়ন বঞ্চিতদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করতে উৎসাহ প্রদান করায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পিরোজপুরের কাউখালীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত। সোমবার বিকালে কাউখালী উপজেলা সর্বস্তরের জনগনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবলু জমাদ্দার, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, জাতীয় পার্টি জেপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকীর আহম্মেদ সীমান্ত প্রমুখ।
আনন্দ মিছিলে মহিউদ্দিন মহারাজ এর সমর্থনে কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থীর বাইরেও স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মুক্ত করে দেওয়ায় কাউখালী উপজেলা বাসির পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছন।
আপনার মতামত লিখুন
Array