মঠবাড়িয়া উদ্দীপনের হেলথ্ কার্ডধারী সদস্যদের মৃত্যুতে অনুদানের চেক হস্তান্তর
বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন মঠবাড়িয়া অঞ্চলের মঠবাড়িয়া শাখায় স্বাস্থ্য কর্মসূচির আওতায় হেলথ্ কার্ডধারী দুই জন সদস্যের মৃত্যুতে তাদের নমিনীর কাছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন উদ্দীপন।
এ সময় উপস্থিত ছিলেন উদ্দীপনের মঠবাড়িয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কাইয়ুম মৃধা, শাখা ব্যবস্থাপক বিধান পাইক, সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাবিহা আক্তার। উল্লেখ্য উদ্দীপনের সেবা মাসে মঠবাড়িয়া শাখায় কর্মরত এফসিও সুদেব রায় ও হেলাল উদ্দীন গ্রুপে গিয়ে হেলথ্ কার্ডের সুবিধা সম্পর্কে জানান এবং কার্ড করতে উদ্বুদ্ধ করেন এরপরে মাছুমা বেগম ও সীমা রানী আগ্রহী হয়ে হেলথ্ কার্ড করেন। এবং দুই মাস পরেই কার্ডধারী মারা যান। উদ্দীপন এর দেওয়া কথা ও হেলথ্ কার্ড এর সুবিধা অনুযায়ী মৃত মাছুমা বেগম এর নমিনী কালাম মোল্লা ও মৃত সীমা রানীর নমিনী সুনীল সমাদ্দার এর হাতে মোট দেড় লক্ষ টাকার চেক প্রদান করে উদ্দীপন।
আপনার মতামত লিখুন
Array