বিএনপির জামাতের ডাকা হরতালের প্রতিহত করার ঘোষণা দিলেন পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ
বিএনপি জামাতের ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টা হরতালের প্রতিহত করার ঘোষণা দিলেন ফরিদপুর পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
আজ সোমবার সকাল ১১ ঘটিকায় আলিপুরের হাসিবুল হাসান লাভলু সড়কে বিএনপির জামাতের ডাকা হরতালের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শাহিদ উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বাপ্পি, সহ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান সারাদেশে বিএনপি জামাতচক্র অবরোধ হরতালের নামে দেশ ও ব্যাপী জ্বালাপোড়াও করছে। তার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কার্যক্রমকে বাধাগ্রস্থ করার চেষ্টা করছে পাশাপাশি আগুন সন্ত্রাস করে দেশের মানুষের কষ্টার্জিত সম্পদ বিনষ্ট করছে।
বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেখানে এগিয়ে চলছে তখন বিএনপি-জামাত চক্র দেশে নাশকতা করার পায়তারায় লিপ্ত রয়েছে। আর তা প্রতিহত করতে পৌর আওয়ামী লীগ মাঠে রয়েছে। ফরিদপুরে বিএনপি জামাতের কোন অপ তৎপরতা মেনে নেয়া হবে না। ফরিদপুরে বিএনপি জামাত চক্র কোন অপতৎপরতা করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সম্পাদক লিয়াকত হোসেন, পৌর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মাসুদ মিয়া, প্রণব কুমার মুখার্জি, মোহাম্মদ শামীম হোসেন, শওকত হোসেন বাবু, আব্দুল কাদের মোল্লা, আব্দুর রাজ্জাক সেলিম, বাবলু আহমেদ, মোহাম্মদ মুন্না, এস এম রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন
Array