ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ
ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবীতে আজ রবিবার বিকেল ৪-৩০ মিনিটে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সমন্বয়ক রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা রিকসা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদ মিয়া, ফরিদপুর জেলা সিপিবি’র সম্পাদক মন্ডলির সদস্য বেলায়েত হোসেন, জেলা কমিটির সদস্য আশরাফুল আলম বাবু, শহিদুল ইসলাম এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন যে, সরকার দেশি বিদেশি সকল মতামতকে উপেক্ষা করে একতরফা ভাবে তফসিল ঘোষনা করেছে।
এই সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না। বক্তারা অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল পূর্বক সকল রাজনৈতিক দলের অংশগ্রহনে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
আপনার মতামত লিখুন
Array