নড়াইলে কতৃপক্ষের বিনা অনুমতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিদেশ ভ্রমন
নড়াইল সদর উপজেলার ৩৭ নং বেতেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিপীকা বিশ্বাসের বিরুদ্ধে উর্ধতন কতৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমনের অভিযোগ অভিযোগ উঠেছে।সরকারি বিধিমালা অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারির বিদেশ ভ্রমনের ক্ষেত্রে কতৃপক্ষের অনুমতির প্রয়োজন হলেও গত অক্টোবর মাসে দূর্গা পূজার ৯ দিনের সরকারি ছুটির আগে ১৭ থেকে ১৯ অক্টোবর ৩ দিনের নৈমত্তিক ছুটি নিয়ে মোট ১২ দিনের জন্য ভারতে ভ্রমন করেন। এছাড়াও ঠিক সময়ে স্কুলে উপস্থিত না হওয়া স্কুল ছুটি হওয়ার পূর্বে স্কুল থেকে চলে আসা সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সরেজমিনে, বেতেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক স্নিগ্ধা বিশ্বাসের কাছে সহকারী শিক্ষিকা দিপীকা বিশ্বাসের অবস্থান জানতে চাইলে তিনি কিছুটা অপ্রস্তত হয়ে বলেন, দিপীকা বিশ্বাস তিনদিনের নৈমিত্তিক ছুটি নিয়েছেন, ঢাকায় বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন,তার ছুটির দরখাস্ত দেখতে চাইলে তিনি ত্রুটিপূর্ণ হাতে লেখা ও কম্পিউটার কম্পোজ করা একটি দরখাস্ত দেখান।প্রধান শিক্ষককে দিপীকা বিশ্বাসের মোবাইল ফোনে যোগাযোগ করতে বললে তিনি দিপীকা বিশ্বাসের নাম্বারে ফোন দিয়ে ফোনটি বন্ধ আছে বলে জানান।
গত ১২ নভেম্বর এ বিষয়ে সহকারী শিক্ষিকা দিপীকা বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বিদেশ ভ্রমনের বিষয়টি অস্বীকার করেন।তাহলে পাসপোর্ট দেখতে চাইলে তিনি কথা বলতে অস্বীকার করেন।
আর এ সমস্ত অনিয়ম দূর্নীতি করতে তাকে সহযোগিতা করেন খোদ প্রধান শিক্ষক স্নিগ্ধা বিশ্বাস বলে আরো অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক জানান, আমার কাছ থেকে ঢাকায় বিয়েতে যাবে বলে ছুটি নিয়েছে,সে কোথায় আছে আমি বলতে পারবোনা।
এ অভিযোগের বিষয়ে সহকারী থানা শিক্ষা অফিসার গোলাম রব্বানীর কাছে জানতে চাইলে তিনি জানান,কতৃপক্ষের অনুমতি ছারা শিক্ষকের বিদেশ ভ্রমনের বিষয়টি তিনি জানেন না।
আপনার মতামত লিখুন
Array