ফরিদপুরে হরতালের সমর্থনে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল
বিএনপি কর্তৃক আহূত দেশব্যাপী ৪৮ ঘন্টা হরতাল কর্মসূচীর সমর্থনে ফরিদপুর জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকাল সাড়ে সাতটায় উক্ত কর্মসূচি পালন করা হয়।জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের নেতৃত্বে ফরিদপুর শহরের পূর্ব খালাসপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় সেটি পার্শ্ববর্তী এলাকা প্রদক্ষিণ শেষে অনাথের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আহবায়ক কমিটির সদস্য সচিব নিতাই রায়,ও ভিপি ইউসুফ, যুবদল নেতা জাহিদ হোসেন, রানা খান, ও রিঙ্কু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বলেন যে সরকার জনমতের তোয়াক্কা না করে একতরফা তফসিল ঘোষনা করেছ। বক্তারা চলমান হরতাল সফল করার লক্ষ্যে বিএনপিসহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে স্ব স্ব অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহবান জানান।
আপনার মতামত লিখুন
Array